ডেঙ্গু : মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১৩

ডেঙ্গু : মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১৩

ডেঙ্গু : মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১৩

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি।একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ১১৩জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৬৬জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪৭জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬৪৫জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৩৫০জন ঢাকার মধ্যে এবং ২৯৫জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ৫২১জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৭৫৪জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৭৬৭জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬০ হাজার ৬০৫জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।এদের মধ্যে ৩৮ হাজার ২৩৭জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ৩৬৮জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি