আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করল তালেবান

সংগৃহীত

আফগানিস্তানের তালেবান-পরিচালিত উচ্চতর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের অনুমোদন করা হবে না।

মঙ্গলবার উচ্চতর শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের এক চিঠিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে সকল বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে প্রবেশাধিকার স্থগিত করার নির্দেশ দেয়া হয়।

উচ্চতর শিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম ওই চিঠিতে সই করেছেন। ওই মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াউল্লাহ হাশিমি পরে টুইটে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসঙ্ঘ মুখপাত্র স্টিফেন দুজারিক এই পদক্ষেপকে 'ঝামেলাপূর্ণ' হিসেবে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, 'এটা তালেবানের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।'

তালেবান জানিয়েছে, 'জাতীয় স্বার্থ' এবং নারীদের 'সম্মান' রক্ষায় এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সূত্র : আলজাজিরা