এলোমেলো দিবস

এলোমেলো দিবস

এলোমেলো দিবস-সানজিদ সৈকত

ঠিক করেছি তোমার সাথে সপ্তাহে একদিন দেখা করবো,

সেদিনটার নাম হবে সাপ্তাহিক তোলপাড় দিবস

এক্ষেত্রে অন্যান্য দিনগুলি আমার স্বাভাবিক থাকবে।

তোমার সাথে দেখা হলে,

তিন মিনিট পার হবার পর

আমার হার্টবিট বেড়ে যায়-

কই কই যে হারিয়ে যাই

বুঝতেই পারি না।

আমি শুধু শক্ত করে

নিজেকে বেঁধে রাখি ।

তোমার এক একটা রাগ

যেন স্পিড বেকার

আমার সম্বিৎ ফিরে আসে ,

কিন্তু না ! আবার তিন মিনিট পরে

আমি হারিয়ে যাই

তু্মি বলতে থাকো,

তুমি হাসতে থাকো।

আমি হারাতে থাকি।

ভাংচুর শুরু হয় আমার ভিতর,

আমি কিভাবে সামাল দিই

তুমি বুঝবে না

আমি ভান ধরি ভাল থাকার

কিন্তু আমি ভাল থাকি না

আমি অথৈ জলে ডুবতে থাকি ।

জল কিন্তু জল না,

আমি ভিজছি আবার

বৃষ্টি আসে, মেঘ আসে, সূর্য ওঠে

আমার তোলপাড় শুরু হয়।

কই থেকে কি হয়-

তুমি চলে যাও

যাওয়ার সময় যে সাথে করে

একটা অংশ নিয়ে যাও-

সে খেয়াল আছে?

আমি হারাতে হারাতে

গহীনে ডুবতে থাকি।

কি মাদকতা তোমার

তোমার নাক ভাল লাগে

চোখ ভাল লাগে

তোমার সব ভাল লাগে

তোমার হাসি এত অস্থির কেন

তুমি বুক ধরফর সৃষ্টি করো

আমি তো কেবল ভিতরে ভিতরে

ভাংতে থাকি।

আমি ঠিক করেছি

সপ্তাহে একদিন তোমার

 সথে দেখা করব

তার আগের দিনের নাম হবে,

অপেক্ষা দিবস

ভাঙনের জন্য অপেক্ষা,

হারাবার জন্য অপেক্ষা

লুকোনোর জন্য অপেক্ষা।

আমি ঠিক করেছি

সপ্তাহে একদিন

তোমার সাথে দেখা করব

সেদিনটা হবে আমার

এলোমেলো দিবস।