মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক খুন

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক খুন

প্রতীকী ছবি

মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক ভ্যানচালক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

শনিবার সকালে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল মাদবর (৫৫) একই এলাকার সলেমান মাদবরের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজলেম আকন ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের মধ্য বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মোজলেম আকনের সমর্থক সোহবার বেপারী ও লাভলু তালুকদারের সমর্থক সৈয়দ শাইখের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।

এ সময় ভ্যানে যাত্রী নিয়ে যাবার পথে ভ্যানচালক কামাল মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় চারজন আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সূত্র: ইউএনবি