শপথ নিলেন কেজরিওয়াল

শপথ নিলেন কেজরিওয়াল

ছবি:সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে আজ রোববার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী পাঁচ বছরের জন্য দিল্লির সুশাসনের দায়িত্বভার কাঁধে তুলে নিলেন তিনি।

এদিনই শপথ নেন তার মন্ত্রিসভার বাকি সদস্যরা। ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন, মণীশ সিসোদিয়া, গোপাল রাই, কৈলাশ গেহলট ও ইমরান হুসেন।

শপথের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘গত পাঁচ বছর দল দেখে নয়, সবার জন্য উন্নয়নের কাজ করেছি। রাজনীতিকে বড় করে দেখিনি। আগামী পাঁচবছরও সবাই একযোগে দিল্লির উন্নয়নের কাজ করব। এখন থেকে ২ কোটি দিল্লিবাসী আমার পরিবারের সদস্য। তাই সমস্যা হলে আমাকে বলতে দ্বিধা করবেন না।’

শপথ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকলা থেকেই দিল্লিবাসীর উচ্ছ্বাস নজরে পড়ে। জয়ের পরই কেজরিওয়াল জানিয়েছিলেন ‘এই জয় দিল্লিবাসীর’। শপথেও দিল্লির বাসিন্দাদের যোগদানের জন্য আবেদন জানায় আপ নেতৃত্ব। রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়। ১২টি এলইডি জায়ান্ট স্ক্রিনেও ধরা পড়ে শপথ অনুষ্ঠান। ইন্ডিয়ান এক্সপ্রেস।