বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুক্রবার, আসছেন মুসল্লিরা

বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুক্রবার, আসছেন মুসল্লিরা

সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার ২য় পর্ব। এরমধ্যেই ময়দানে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

জেলাভিত্তিক খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। এই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা সাদ অনুসারীরা। 

আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে ২য় পর্বের বিশ্ব ইজতেমা সফল করার জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত সকল নিরাপত্তা ব্যাবস্থা। 

আবর্জনা পরিস্কার করে ইজতেমা মাঠ দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত করেছে সিটি কর্পোরেশন। পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এর আগে গত ১৫ জানুয়ারি ইজতেমার ১ম পর্ব শেষ হয়। এর ৪ দিন বিরতির পর কাল শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ২য় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২য় পর্বের বিশ্ব ইজতেমাতে অংশ নিতে মাওলানা সাদ অনুসারী ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। 

মুসল্লিরা ময়দানে এসে জেলা ভিত্তিক খিত্তায় অবস্থান নিচ্ছেন ও ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছেন।

বিশ্ব ইজতেমার ১ম পর্বের ন্যায় ২য় পর্বও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা। পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে।  সাদা পোষাক ও খিত্তায় খিত্তায় মুসুল্লিদের নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে।