ভারতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৯

ভারতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৯

সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে অন্তত নয়জন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে রায়গড় জেলায় মুম্বাই-গোয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপার সোমনাথ ঘর্গে বলেন, মুম্বাই থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে ভোর ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই আত্মীয়। তারা গাড়িতে করে রত্নাগিরি জেলার গুহাগড়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, ট্রাকটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি মেয়েশিশু, তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত চার বছর বয়সী এক মেয়েকে মানগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

সূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস