সিদ্ধিরগঞ্জে দগ্ধ : মায়ের পর না ফেরা দেশে ছেলে

সিদ্ধিরগঞ্জে দগ্ধ  : মায়ের পর না ফেরা দেশে  ছেলে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সাহেব পাড়া এলাকায় আগুনের ঘটনায় মায়ের পর ছেলেও মারা গেছেন। 
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান বেগম (৬০)। আজ মঙ্গলবার সকালে  মারা যান নুরজাহানের ছেলে
কিরণ মিয়া। কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেলেন। কিরণের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে আগেই জানা গিয়েছিল । এ ছাড়া দগ্ধদের মধ্যে আবুল হোসেন ও কাওছার নামে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।


স্বজনরা জানায়, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটেছে। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর জেলার শিবপুর উপজেলায়।
ইলিয়াস নামে তাদের এক স্বজন বলেন, ‘কিরনের লাশ আমরা হাসপাতাল থেকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে সাইনবোর্ড এলাকায় তার জানাজার পরে দাফনের ব্যবস্থা করা হবে।’
হাসপাতালে চিকিৎসাধীন বাকি ছয়জনকে নিয়ে তারা চিন্তায় আছেন বলেও জানান ইলিয়াস।
 দগ্ধরা বাকিরা হলেন- মো. হিরণ মিয়া, মুক্তা, আপন ও লিমা।