টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নামবে সাকিবের দল। আগের ম্যাচে রেকর্ড রান সংগ্রহ করে জয় পাবার পরেও বরিশালের একাদশে আছে পরিবর্তন। একাধিক পরিবর্তন আছে ঢাকার একাদশেও।

পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান বিপরীতমুখী। প্রথম ম্যাচ হেরে বিপিএল শুরু করলেও পরের চার ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বরিশাল। বিপরীতে জয় দিয়ে আসর শুরু করলেও পরের চার ম্যাচ হেরে সাত দলের সবার নিচে ঢাকার অবস্থান।

বরিশাল একাদশ : সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, করিম জানাত, সাইফ হাসান, চতুরঙ্গ ডি সিলভা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফজলে রাব্বি।

ঢাকা একাদশ : তাসকিন আহমেদ, মোহাম্মদ মিথুন, আরাফাত সানি, আরিফুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, উসমান ঘানি, মোহাম্মদ ইমরান, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন, মুক্তার আলি।