কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মাও. অহিদুজ্জামান

কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মাও. অহিদুজ্জামান

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান আনছারী

মো: তবিবুর রহমান

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা অহিদুজ্জামান আনছারী। গত ২৮ জানুয়ারি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: রফিকুল ইসলামের মৃত্যুজনিত কারণে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে ০২ ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার) তিনি এ দায়িত্ব লাভ করেন।

মাওলানা অহিদুজ্জামান আনছারী একই মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ১৯৮৩ সালে দাখিল, ১৯৮৫ সালে আলিম ও ১৯৮৭ সালে ফাজিল সম্পন্ন করেন। তিনি ১৯৮৯ সালে যশোর কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা থেকে কামিল শেষ করেন। এছাড়াও ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মাওলানা অহিদুজ্জামান আনছারী মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিউদ্দীন আনছারীর জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৯৮ সালে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় প্রভাষক পদে যোগদান করেন।

নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।