ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৩, বিক্ষোভে উত্তাল গ্রিস

ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৩, বিক্ষোভে উত্তাল গ্রিস

সংগৃহীত

ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

এছাড়াও থিসালোনিকি ও লারিসা শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। 

এদিকে দুর্ঘটনার কারণ জানতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। ঘোষণা করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক।

মঙ্গলবার রাতে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে প্রথম দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এসময় ট্রেনটিতে মোট ৩৫০ জন যাত্রী ছিল।

এই দুর্ঘটনাকে মানবসৃষ্ট ভুল বলে আখ্যা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী।


সূত্র: বিবিসি