উত্তেজনা এড়াতে নেতানিয়াহুর সফর বাতিল করেছে আমিরাত

উত্তেজনা এড়াতে নেতানিয়াহুর সফর বাতিল করেছে আমিরাত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইরানের সাথে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে, এমন আশঙ্কার মধ্যে গত জানুয়ারিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পিত সফর বাতিল করেছিল সংযুক্ত আরব আমিরা। তিনজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

ওয়ালা নিউজ সাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর অফিস সফরটি বাতিল করার জন্য 'লজিস্টিক' কারণের কথা বলা হয়েছিল।

কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানান, আব্রাহাম অ্যাকর্ডের ওপর জোর দিতে আমিরাতিরা এই সফর আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তারা শঙ্কিত হয় এটা ভেবে যে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য রাখার কাজে এই সফরটি ব্যবহার করতে পারেন।

সূত্র : মিডলইস্ট মনিটর