যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত দুটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অংশ নেন মেডিকেল কলেজের উপদেষ্টা ও ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ ডা. মো: সিরাজুল ইসলাম।আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, দেশের গান ও নৃত্য পরিবেশন করেন ছাত্রীরা।