এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং-এ চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন কুবি টিম

এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং-এ চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন কুবি টিম

ছবি- নিউজজোন বিডি

কুবি প্রতিনিধি: এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে এশিয়া ঢাকা রিজিওনালে চট্টগ্রাম বিভাগের বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম 'CoU unpredictable 3207'। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই দলের সদস্যরা।

গত দুইদিন ব্যাপী ( ১০-১১ মার্চ) গ্রীন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে চলে এই প্রতিযোগিতা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলে সদস্যদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১২ তম আবর্তনের অনিক চক্রবর্তী, একই বিভাগের ১৩ তম আবর্তনের রিয়াদ, ১৪ তম আবর্তনের নাহিম। অনিক চক্রবর্তী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি দল এসেছে তাদের হারিয়ে দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছি। এই বিজয় আনন্দের। এই প্রতিযোগিতার দ্বারা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার এবং প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছি।'