প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে কুবিতে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে কুবিতে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

ছবি- নিউজজোন বিডি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবিতে এবং প্রক্টরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশ।

রোববার (১২ মার্চ) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাদদেশে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বঙ্গবন্ধু পরিষদের নেতারা বলেন, 'বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর উপর হামলা করেছে যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত করেছে। তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এক পাক্ষিকভাবে দায় দেওয়া অন্যায়। সুষ্ঠু তদন্ত হোক।'

গনিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, 'গত ৮ মার্চ বহিরাগত কতৃক ক্যাম্পাসের বাহিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধর করা হয়েছে। আমরাও চাই এর সুষ্টু বিচার হোক। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ কখনোও দুর্নীতি,টেন্ডারবাজীসহ কোন রকম বিশৃঙ্খলার উপর মাথানত করেনি। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপর ভিত্তিহীন যে অভিযোগ আনা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।' উল্লেখ্য, এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ এই মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করে