বিভিন্ন অপরাধে ১১৯ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা

বিভিন্ন অপরাধে ১১৯ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন জেলায় ১১৯টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৪১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের পশ্চিম পান্থপথ, ডেমরা, পল্টন, কাপ্তান বাজারসহ দেশব্যাপী মোট ৫২টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৪ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়।