কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন টাইগারদের

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন টাইগারদের

সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মা তাকে ‘খোকা’ নামেই ডাকতেন।

শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী। সমাজের সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর এই দিবসটি পালন করছে। বাদ পড়েননি ক্রিকেটাররাও।

শুক্রবার অনুশীলন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন সাকিব-তামিমরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে কোচিং স্টাফরা ছিলেন।

তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয় কেক কাটলেও তার দুই পাশে সাকিব-তামিম-মুশফিকরা ছিলেন। কেক কাটার পর হৃদয় সবাইকে খাইয়ে দেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বেলা দুইটায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।