আঙ্কারা ও কায়রোর সম্পর্ক ঐতিহাসিক : মিসর

আঙ্কারা ও কায়রোর সম্পর্ক ঐতিহাসিক : মিসর

সংগৃহীত

আঙ্কারা ও কায়রোর সম্পর্ক ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। তিনি বলেন, তুরস্ক ও কায়রোর সম্পর্ক স্বাভাবিকীকরণের এখনই উপযুক্ত সময়। আমাদের সম্পর্ক খুবই নিবিড় ও ঐতিহাসিক।

শনিবার (১৮ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

মিসর পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তুরস্কের সাথে সম্পর্ক পরিপূর্ণভাবে স্বাভাবিকীকরণে আলোচনা অব্যাহত রাখবে। এ আলোচনাকে রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার জন্য আমাদের আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, কায়রো-আঙ্কারার সম্পর্কে কিছুটা শীথিলতা এলেও অর্থনৈতিক সম্পর্ককে তা প্রভাবিত করতে পারেনি।

এ সময় তিনি উভয় দেশের মাঝে সহযোগিতামূলক সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র : আলজাজিরা, আল আরাবিয়া ও অন্যান্য