বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সোনার বার জব্দ

বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সোনার বার জব্দ

ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ মার্চ) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সোনার বারগুলো জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন।

যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। আরও সোনার বার থাকতে পারে এমন সন্দেহে ওই যাত্রীর রেক্টামে স্ক্যান করা হচ্ছে। তবে সোনার বারগুলো প্রায় দুই দশমিক ৭ কেজি ওজনের।