দক্ষিণ ক্যালিফোর্ণিয়ায় টর্নোডোর আঘাতে ৫ জনের মৃত্যু

দক্ষিণ ক্যালিফোর্ণিয়ায় টর্নোডোর আঘাতে ৫ জনের মৃত্যু

সংগৃহীত

দক্ষিণ ক্যালিফোর্ণিয়া শহরের মধ্যদিয়ে গতকাল বুধবার টনের্ডো বয়ে যায়। এতে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িঘরের ছাদ উপড়ে গেছে, গাড়িগুলো এদিক সেদিক ছিটকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে শহরের বেশির এলাকা।এদিকে শহরটির চলমান ঠান্ডা আবহাওয়া আরো ভয়াবহ রূপ ধারন করেছে। 

লস অ্যাঞ্জেলেসের কাছের মন্টিবেলো শহরে ঘূর্ণিবাতাসে জানালার কাচ ভেঙে গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্যে ছোটাছুটি করতে দেখা গেছে। এ ধরনের ঘূর্ণি সাধারণত মধ্যপ্রাচ্যে দেখা যায়।

স্থানীয় এক ব্যবসায়ী সম্প্রচার কেন্দ্র ‘কেটিএলএকে’ বলেছেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। এ সময়ে আমি টর্নেডোর সামনে পড়ে গেলাম। বাতাসের প্রচন্ড ধাক্কায় আমাকে উল্টে যেতে হলো। 

তিনি আরো বলেন, টর্নেডোর কারণে ভবনের ছাড় উড়ে গেছে। গাড়ির কাছ ভেঙে গেছে। গাড়ি নষ্ট হয়েছে। খুবই এলোমেলো পরিস্থিতি তৈরি হয়েছে।এদিকে শহরটির ঠান্ডা আবহাওয়া আরো তীব্ররূপ নিয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারনে আবহাওয়া চরম হয়ে যাচ্ছে। শুকনো আবহাওয়া আরো শুষ্ক এবং আদ্র আবহাওয়া আরো আদ্র হচ্ছে।

সূত্র: বাসস