রংপুরে এক মাসে ৯৮৪ আসামি গ্রেফতার

রংপুরে এক মাসে ৯৮৪ আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

রংপুর জেলা পুলিশ গত মার্চ মাসে ৩টি হত্যা মামলার ৬ জন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৯৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত মার্চে ৪৩৭ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫০ কেজি গাঁজা, ৯৭ পিচ ইয়াাবা, ৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২২টি এবং ২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়া গত একমাসে জেলায় ৬৬৭টি জিআর ওয়ারেন্ট, ৩১৭টি সিআর ওয়ারেন্ট এবং ৪৭টি সাজা ওয়ারেন্ট তামিল করেছে জেলা পুলিশ। জেলা ট্রাফিক পুলিশ ত্রুটিপূর্ণ ভাবে গাড়ি চালানো ও  ট্রাফিক আইন অমান্য করার জন্য ১ হাজার ১৯৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে। এক মাসে রংপুর জেলা পুলিশ ৩৩৩ জন সেবা প্রার্থীকে অন-লাইন পুলিশ ক্লিয়াররেন্স সার্টিফিকেট প্রদান করেছে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোছা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসিব), মো. ইফতে খায়ের আলম।