করোনা ভাইরাস : বেনাপোল স্থল বন্দরে বাড়তি নিরাপত্তা

করোনা ভাইরাস  : বেনাপোল স্থল বন্দরে বাড়তি নিরাপত্তা

ছবি : সংবাদাতা

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বেনাপোল স্থল বন্দরে। আজ সকালে বেনাপোল স্থল বন্দরে স্বাস্থ্য পরীক্ষার কাজ পরির্শনের যান জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন । থার্মাল স্কানারের মনিটর নষ্ট থাকায় বর্তমানে সেখানে হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনে অতি দ্রুত নতুন মনিটর দেয়া হবে বলে জানান তিনি। এ বন্দরে গত ২ দিনে প্রায় ৬ হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ট্রাক চালকদের  স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারী থেকে।

এছাড়া পাশ্ববর্তী দেশ ভারত থেকে যেসব বিদেশী নাগরিক এপথে বাংলাদেশে প্রবেশ করছে তাদের বিশেষ নজরদারি করছে স্বাস্থ্য বিভাগ।এই বন্দর দিয়ে ভারত থেকে নেপাল, আমেরিকা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, চীন, জাপান, জার্মান সহ বিভিন্ন দেশের নাগরিক প্রবেশ করে। ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সর্তক অবস্থায় রয়েছে। থার্মাল স্কানারের মনিটরটি ঠিক হলে যাত্রী দূর্ভোগ অনেকটা কমবে বলে মনে করেন বেনাপোল স্থল বন্দরের পাসপোর্টধারী যাত্রীরা। তবে এখনো পর্যন্ত বেনাপোল স্থল বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

উল্লেখ্য,বেনাপোলে গত ১৭ জানুয়ারী থেকে শুরু করা হয়েছে করোনা ভাইরাস পরীক্ষার কাজ।