আইরিশদের বিপক্ষে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

আইরিশদের বিপক্ষে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

ফাইল ছবি

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি করে সমালোচনার জবাবটা ভালোই দিলেন মুশফিক।

মিরপুরে একমাত্র টেস্টে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিলো, তখন হাল ধরেন মুশফিক এবং সাকিব। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের বিশাল জুটি।

৮৭ রান করে সাকিব আউট হয়ে গেলেও মুশফিক নিজের ইনিংসটাকে নিয়ে গেলেন তিন অংকের ঘর পর্যন্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিক।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের ১৫ মে নবম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মিস্টার ডিফেন্ডেবল। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি করেছিলেন হার না ১৭৫ রান।