গাইবান্ধায় ২৫ দোকান ও ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধায় ২৫ দোকান ও ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

সংগৃহীত

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ২৫টি দোকান ঘর এবং ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাজারের গরুর হাটের প্রবেশ পথের ধারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২৫টি দোকান এবং সংলগ্ন ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

হাট লক্ষ্মীপুর বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি মণ্ডল বলেন, আগুনে দোকান ঘরের মালামাল পুড়ে ৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া ৮টি বাড়ি এবং দোকানঘরের স্থাপনা বাবদ আরও কত টাকার ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে নিরুপণ করা যাচ্ছে না।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।