লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। 

শনিবার বিকেলে রামগঞ্জের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, রামগঞ্জের নন্দনপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ অবস্থান কর্মসূচি পালন করছিল দলীয় লোকজন। হঠাৎ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় ৩-৪টি মোটরসাইকেল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি অপু মাল ও সাধারণ সম্পাদক অভি, শেখ ফরিদ, রাসেল, আশিক, বিএনপি কর্মী আব্দুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। 

জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা চালায় ছাত্রদল বিএনপি। এসময় তারা ছাত্রলীগ নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করে তাদের মারধর করে। এতে ছাত্রলীগের ৮ জন নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে তাদের দলীয় ১৫-২০ জন নেতাকর্মী আহত হন বলে জানান এ্যানি।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।