কম দামের নতুন বাইক আনলো হোন্ডা

কম দামের নতুন বাইক আনলো হোন্ডা

সংগৃহীত

মধ্যবিত্তদের কথা চিন্তা করে কম দামে নতুন মোটরাসাইকেল নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড হোন্ডা। বাইকটির নাম দেওয়া হয়েছে ‘শাইন ১০০’। টিভিএস মেট্রো, হিরো হিরো স্পেলনডর এবং বাজাজ প্লাটিনার মতোই পছন্দের তালিকায় উঠে আসতে পারে হোন্ডার এই বাইকটি।

‘শাইন ১০০’তে রয়েছে ৯৮ দশমিক ৯৮ সিসির বিএস সিক্স ইঞ্জিন। থাকছে ৪ স্পিড একটি গিয়ারবক্স। বাইকটির সামনে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং পেছনে দুইটি হাইড্রোলিক শক। সামনের চাকায় একটি ১৩০মিলিমিটারের ড্রাম ব্রেক এবং পেছনে থাকছে ১১০মিলিমিটারের ড্রাম ব্রেক। থাকছে কম্বি-ব্রেক সিস্টেম। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মিলিমিটার এবং কার্ব ওজন ৯৯ কেজি।

বর্তমানে ভারতের বাজারে ‘শাইন ১০০’ বাইকটি পাওয়া যাচ্ছে। ভারতীয় মুদ্রায় বাইকটির মূল্য ধরা হয়েছে ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম)। বাংলাদেশের বাজারে বাইকটি কবে পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব শিগগিরই বাইকটি দেশের বাজারে আসতে পারে।