ইউক্রেনে ৮৫০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে : জাতিসঙ্ঘ

ইউক্রেনে ৮৫০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে : জাতিসঙ্ঘ

ফাইল ছবি

জাতিসঙ্ঘ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৫০০ -এর কাছাকাছি পৌঁছেছে। বাস্তব সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি।

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই মৃত্যুর সংখ্যার বাইরে ১৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ইউক্রেন ও রাশিয়া শত শত যুদ্ধবন্দী বিনিময় করেছে। উভয় দেশ থেকে মুক্তি পাওয়া কিছু সৈন্যের অবস্থা খারাপ বলে জানা গেছে। তাদের চিকিৎসা এবং যত্নের প্রয়োজন হবে বলে জানানো হয়।

বেলারুশ মস্কোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে। রুশ সৈন্যদের একটি দল বেলারুশে অবস্থান করছে। দেশটির প্রেসিডেন্ট রাশিয়ার কাছে এই আশ্বাস চান যে আক্রান্ত হলে বেলারুশকে রক্ষা করবে রাশিয়া।

রুশ কর্মকর্তাদের দাবি, বাখমুতের ৭৫ শতাংশ এলাকায় তারা নিয়ন্ত্রণে নিয়েছে। অবরুদ্ধ শহরটিতে চলমান লড়াই ১৩ মাস ধরে চলা যুদ্ধের মধ্যে অন্যতম রক্তক্ষয়ী লড়াই।
সূত্র : ভয়েস অফ আমেরিকা