৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

সংগৃহীত

সৌদি আরবে ইরানি দূতাবাসের দরজা খুলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে সাত বছর পর বুধবার প্রথমবারের মতো এই দরজা খুলে যায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টেকনিক্যাল টিমের রিয়াদে যাওয়ার কথা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

মার্চে চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশ দুটি পূর্বেকার নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়নের কথাও বলেছে।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের সাথে ৯ বছরের যুদ্ধ বন্ধের আলোচনাও শুরু করেছে সৌদি আরব। বিশ্লেষকেরা আরব নিউজকে জানিয়েছে, সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ফলে ইয়েমেনে শান্তির হাওয়া বইছে। আলোচনার ফলে দুই পক্ষ প্রায় ৯০০ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

সূত্র : আরব নিউজ