৩ কোটি টাকার গলদার রেণু জব্দ

৩ কোটি টাকার গলদার রেণু জব্দ

সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি চিংড়ির রেণুসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।রোববার (১৬ এপ্রিল) কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টকে এম শাফিউল এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মেঘনা নদীর ইলিশা পয়েন্টের ভাংতিখাল এলাকা থেকে এসব গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণুর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বলে দাবি কোস্টগার্ডের।

কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় পাচারকালে একটি নৌকাসহ রেণু জব্দ করা হয়।

লেফটেন্যান্টকে এম শাফিউল জানানন, শনিবার বিকেলে সদরের ভাংতির খাল এলাকার মেঘনা নদীতে সন্দেহজনক একটি ট্রলার ধাওয়া করলে জড়িত পাচারকারীরা ট্রলার তীরে রেখে পালিয়ে যান। এ সময় ট্রলারটি তল্লাশি চালিয়ে দেড় কোটি পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।