বৃষ্টির জন্য ঝিনাইদহে নামাজ আদায়

বৃষ্টির জন্য ঝিনাইদহে নামাজ আদায়

সংগৃহীত

তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন। কমছেই না তাপমাত্রার পারদ। উল্টো দিন দিন বেড়েই চলেছে গরম আর তাপদাহ। স্বস্তির বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। 

এ অবস্থায় বৃষ্টির আশায় নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লীরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। 

এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ মুসল্লীগণ অংশ নেয়। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।