সীমান্তে বন্দুক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র

সীমান্তে বন্দুক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র

সংগৃহীত

সীমান্তে বন্দুকের নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্রের গতিবিধি শনাক্ত করতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।শুক্রবার (২৮ এপ্রিল) উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের বাজার থেকে উত্তরের দেশটিতে হ্যান্ডগানের চোরাচালান বন্ধ করার প্রচেষ্টা হিসেবে প্রতিবেশী দু’দেশ পদক্ষেপ নিচ্ছে।

কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আলেয়ান্দ্রো মায়োরকাস বলেন, এ বিষয়ে তারা অটোয়াতে চারটি চুক্তি স্বাক্ষর করেছে। যার লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা করা।

মেন্ডিসিনো বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতা কমানোর লক্ষ্যে, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। আমাদের লক্ষ্য অবৈধ বন্দুকের সন্ধানে আরো অগ্রগতি অর্জন করা। যাতে আমরা অপরাধীদের এবং সংগঠিত অপরাধী নেটওয়ার্কগুলোকে নজরদারিতে রাখতে পারি।’

কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক (এটিএফ) সীমান্তে জব্দ করা বন্দুকগুলো কে কে কিনেছে এবং সেগুলো আগে অপরাধে ব্যবহৃত হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে সহযোগিতা করবে।

প্রকাশ্যে কথা বলার জন্য অনুমোদিত নয় এমন একটি সরকারি সূত্র জানিয়েছে, কানাডা বর্ডার সার্ভিসেস অ্যাজেন্সির (সিবিএসএ) পরিসংখ্যান অনুসারে, গত বছর সীমান্তে এক হাজার ১০১টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

কারা কারা বন্দুক কিনছে, বিক্রি করার সময় তার সিরিয়াল নম্বরগুলো রেকর্ড করার জন্য আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে পরে অবৈধভাবে বা পাচার করা আগ্নেয়াস্ত্রের ক্রেতাদের তদন্ত ও বিচার করা সহজ হবে।

এ সময় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তথ্য উপাত্ত আদান-প্রদান নিঃসন্দেহে একটি শক্তিশালী হাতিয়ার।’

আগে কানাডায় বন্দুক শনাক্তকরণ পদ্ধতি বেশ অসামঞ্জস্যপূর্ণ ছিল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ, ফেডারেল অ্যাজেন্সি থেকে ২০১৯ সালের তথ্য অনুসারে, কানাডা অপরাধের সাথে জড়িত বন্দুকের মাত্র ছয় থেকে ১০ ভাগ শনাক্ত করতে পেরেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার বন্দুক সহিংসতা মোকাবেলায় গত বছর নতুন একটি আইন সূচনা করে। যার মধ্যে হ্যান্ডগান বিক্রির উপর স্থগিতাদেশ এবং বৃহৎ ক্ষমতার ম্যাগাজিন বিক্রির উপর নিষেধাজ্ঞাও রয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা