দলে জায়গা না পেয়ে দেশ ছাড়ছেন নাসির

দলে জায়গা না পেয়ে দেশ ছাড়ছেন নাসির

দলে জায়গা না পেয়ে দেশ ছাড়ছেন নাসির

দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই নাসির হোসেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করেও হারানো অবস্থান ফিরে পাচ্ছেন না তিনি। এমতাবস্থায় বিসিবিকে হুমকি দিয়ে বসলেন এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার। নিজের মূল্যায়ন না মিললে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নাসির হোসেন জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৮ সালে। খারাপ ফর্মের কারণে এরপর বাদ পড়েন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন এই অলরাউন্ডার। বিশেষকরে ঢাকা প্রিমিয়ার লিগের নিয়মিত পারফর্মার তিনি, পারফর্ম করেছেন গত বিপিএলেও। ৩৬৬ রান করে ছিলেন আসরের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক, বল হাতেও শিকার করেন ১৬ উইকেট।এমন দ্যুতিময় পারফরম্যান্সের পরও জাতীয় দল তো দূরে থাক, এইচপি কিংবা বাংলা টাইগার্সের দলেও ঠাঁই হয়নি নাসিরের। জায়গা হয়নি এ দলেও। বিষয়টা বেশ কষ্ট দিয়েছে নাসিরকে, অভিমান বোধ করছেন এই ‘দ্য ফিনিশার’ খ্যাত এই অলরাউন্ডার।

সাম্প্রতিক সময়ে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়ে নাসির বলেন, ‘আশা করেছিলাম আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচগুলোতে কিংবা বাংলা টাইগার্সে ডাক পাবার। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করেও অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি!’

অতঃপর দেশ ছাড়ার বিষয়টিও তুলে ধরেন নাসির। বলেন, দেশে যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’

সেখানেই কি স্থায়ী আবাসন গড়বেন কিনা কিংবা আমেরিকা জাতীয় দলের হয়ে তাকে দেখা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলতে আগ্রহী।’