কুমিল্লায় শিক্ষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিক্ষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক রয়েছেন। বাকী দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউ (পিপি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালে ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।