রাজধানীতে দুই চালকের প্রতিযোগিতা, উল্টে গেল বাস

রাজধানীতে দুই চালকের প্রতিযোগিতা, উল্টে গেল বাস

সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে দুই চালকের প্রতিযোগিতায় বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।সোমবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিকড় পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুটি বাস একসঙ্গে রাস্তায় প্রতিযোগিতা করছিল। একপর্যায়ে শিকড় পরিবহনকে পেছনে ফেলে বিহঙ্গ পরিবহনের বাসটি সামনে এগিয়ে যায়। পরে বিহঙ্গ পরিবহন বাসের মাঝ বরাবর শিকড় পরিবহনের বাসটি ধাক্কা দেয়। এতে বিহঙ্গ পরিবহনের বাসটি আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়।

এক যাত্রী বলেন, অল্পের জন্য বেঁচে গেছি। আল্লাহ বাঁচিয়েছেন। সড়কে বাসচালকদের এই প্রতিযোগিতা থামছেই না।

আরেক যাত্রী বলেন, বাস উল্টে যাওয়ায় ভেতরের অনেক যাত্রীর হাত-পা কেটে গেছে এবং কেউ কেউ মাথায় আঘাত পেয়েছেন। আমারও হাত কেটে গেছে। তবে, মারাত্মক কিছু হয়নি।