যশোরে মার্কিন ডলারসহ হুন্ডি ব্যাবসায়ী আটক

যশোরে মার্কিন ডলারসহ হুন্ডি ব্যাবসায়ী আটক

ছবি : সংবাদাতা

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার ইউএস ডলারসহ জসিম উদ্দিন (২৯) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকাল ১০টায় সীমান্তের ধান্যখোলা হতে তাকে আটক করা হয়। আটক জসিম শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত. আবু বক্করের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পরিচালক সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কতিপয় হুন্ডি ব্যাবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে ডলার নিয়ে আসে। উক্ত ডলার আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পূর্ব তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০টায় ধান্যখোলা বিওপিতে কর্মরত হাবিলদার কবির হোসেন এর নের্তৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ধান্যখোলা বিওপির অধীনস্থ মেইন পিলার ২৫/৫এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান্যখোলা মাঠ হতে হুন্ডিপাচারকারী জসিম উদ্দিনকে  ১ লক্ষ ২০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়। আটককৃত ডলার এর সিজার মূল্য এক কোটি এক লক্ষ ষাট হাজার চারশত টাকা। আটককৃত ডলারসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।