জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

প্রতীকী ছবি

ভাঙ্গায় জমি নিয়ে দুই বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোট খারদিয়া গ্রামে। নিহত ব্যক্তির নাম আলমগীর মাতুব্বর (৫৫)। তিনি ছোট খারদিয়া গ্রামের মৃত লালমিয়া মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের জলীল মাতুব্বরের সাথে প্রতিবেশী কাউসার মাতুব্বরের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আলমগীর মাতুব্বরকে আহত অবস্থায় শনিবার রাত সোয়া ৭ টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার (১৪ মে) সকাল সোয়া ৬ টার দিকে আলমগীর মাতুব্বর চিকিৎসাধীন থাকা অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। নিহত আলমগীর মাতুব্বর জলীল মাতুব্বরের সমর্থক। তার মৃত্যুর  খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত আলমগীর মাতুব্বর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে