শাহ পরীর দ্বীপের মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে

শাহ পরীর দ্বীপের মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে

সংগৃহীত

টেকনাফের শাহ পরীর দ্বীপের মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে। টেকনাফের হালকা, ভঙ্গুর বাড়িঘরগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে স্থানীয়রা কেউ সরতে চাচ্ছে না বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান-কক্সবাজারের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।

ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তরের দিকে ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে অতিক্রম করতে শুরু করেছে।

সূত্র : বিবিসি