ভূমিধসের ঝুঁকি থাকা সত্ত্বেও পাহাড়ি এলাকা থেকে সরতে চাচ্ছে না স্থানীয়রা

ভূমিধসের ঝুঁকি থাকা সত্ত্বেও পাহাড়ি এলাকা থেকে সরতে চাচ্ছে না স্থানীয়রা

সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড় ধসের আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। তাই সেখান থেকে স্থানীয়দের সরে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছিল। কিন্তু নিজ বাসস্থান থেকে এখন সরে যেতে চাচ্ছে না তারা।

বিবিসি জনিয়েছে, কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল সেখানকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বারবার পাহাড় ধসের ঝুঁকির কথা বলা হলেও স্থানীয়রা কেউ সরতে চাচ্ছে না বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান-কক্সবাজারের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।

তিনি বলেন, তারা মানুষকে সচেতন করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।