২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সকল মহানগরে বিএনপির পদযাত্রা

২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সকল মহানগরে বিএনপির পদযাত্রা

ফাইল ছবি

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আবারো পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ব্যতিরেকে দেশব্যাপী সকল মহানগরে আগামী ২৩ মে ও ২৮ মে ২০২৩ তারিখে বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।