নিউ ইয়র্কে আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ: চাঁদের শাস্তি দাবি

নিউ ইয়র্কে আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ: চাঁদের শাস্তি দাবি

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন। 

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশে বক্তারা আবু সাঈদ চাঁদের গডফাদারদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান। 

বক্তারা উল্লেখ করেন, প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানের নেপথ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্রের মদত রয়েছে। সেই চক্রের মদতদাতাদের এক্ষুণি শায়েস্তা করা না হলে পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারে।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ফারুক হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ, আইরিন পারভিন, হাজী এনাম দুলাল মিয়া, আশরাফুজ্জামান, সোলায়মান আলী, আতাউল গনি আসাদ, মমতাজ শাহনাজ, এম এ করিম জাহাঙ্গীর, সাখাওয়াত বিশ্বাস, এমদাদ চৌধুরী, নুরল আমিন বাবু, মাসুদ হোসেন সিরাজি, কাজী আজিজুল হক খোকন, দরুদ মিয়া রনেল, নুরল আমিন, হাসান জিলানী, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন প্রমুখ।

আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তি প্রদানের জন্যে সরকার প্রতি আবেদন জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।