খুলনায় রেকর্ড ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত

খুলনায় রেকর্ড ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত

ফাইল ছবি

খুলনায় চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে প্রায় ৪০ মিনিটে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় নগরীর রাস্তাঘাট।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগে থেকেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। সেই সঙ্গে ছিল ভারী বর্ষণ। এদিন চলতি মৌসুমের রেকর্ড ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের কারণে নগরীর রয়্যাল মোড়, মিউনিসিপ্যাল ট্যাংক রোড, পিটিআই মোড়, টুটপাড়া মেইন রোড, দোলখোলা মোড়সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। ড্রেন উপচে ময়লা আবর্জনাযুক্ত পানি প্রবেশ করে রাস্তার দুই পাশের বাড়িঘরে। তবে প্রচণ্ড গরমের মধ্যে সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।