চলচ্চিত্র ছেড়ে ধর্মকর্মে মনযোগী অভিনেত্রী পপি

অভিনেত্রী পুষ্পিতা পপি
ধর্মের টানে অভিনয় ছেড়ে দেওয়ার গল্পটা পুরোনো। এর আগে অনেকে অভিনয়শিল্পী বিনোদন দুনিয়া ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন। এবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী পুষ্পিতা পপি। সংবাদমাধ্যমকে এ কথা পপি নিজেই জানিয়েছেন।
এ প্রসঙ্গে পপি বলেন, ‘ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়ে দিয়েছি। আমি বাকি জীবন ইসলামি আদর্শে কাটাব। আর কখনোই আমাকে পর্দায় দেখা যাবে না। এখানে স্বামী সংসার নিয়ে আছি। ভবিষ্যতে আল্লাহপাক যা করবেন, যেভাবে চালাবেন সেভাবেই চলব। সবার কাছে দোয়া চাই।’
এরইমধ্যে স্বামীর সঙ্গে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন পপি। তিনি যে অভিনয়কে বিদায় জানাচ্ছেন সামাজিক মাধ্যমেও পাওয়া গেছে তার নমুনা। নিজের সব ছবি তিনি সরিয়ে ফেলেছেন সেখান থেকে।
চলচ্চিত্রে পুস্পিতার অভিষেক হয় মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এগুলো হলো ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ও ‘ধূসর কুয়াশা’।