এরদোয়ানকে জেলেনস্কির অভিনন্দন

এরদোয়ানকে জেলেনস্কির অভিনন্দন

সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।  জেলেনস্কি তার বার্তায় তুরস্কের সাথে সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছেন। 

টুইটারে জেলেনস্কি লিখেছেন, ‌‘আশা করছি নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আমাদের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে।’

রাশিয়ার সাথে সংঘাত নিরসণে কয়েকবার মধ্যস্থতা করার চেষ্টা করেছিল তুরস্ক। এরদোয়ানের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা একাধিকবার আলোচনায়ও বসেছিলেন। তবে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি। অবশ্য তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তি এখনও বহাল রয়েছে।

এর আগে এরদোয়ানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছে। ফ্রান্স, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোও এরদোয়ানকে স্বাগত জানিয়েছে।


সূত্র: বিবিসি