যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, সন্দেহভাজন গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, সন্দেহভাজন গ্রেফতার

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের মেসার ফিনিক্স মেট্রো এলাকায় পাঁচটি পৃথক স্থানে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক নারী। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মেসা পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী আইরেন বায়ার্সকে রোববার প্রথম ধাপের চারটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা সন্দেহে হেফাজতে নেয়া হয়েছিল।

গুলি চালানোর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে পুলিশ বলছে, বায়ার্স গুলিবর্ষণের দায় নিয়েছে এবং কর্মকর্তাদের বলেছে যে তারা অপরাধে ব্যবহৃত পোশাক এবং বন্দুক কোথায় পেতে পারে।

পুলিশ জানিয়েছে যে ভিডিও নজরদারি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে পোশাক পরা দেখা গেছে যেটি একাধিক গুলির ঘটনার প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন।

আত্মীয়দের অবহিত না করা পর্যন্ত নিহতদের নাম রোববার গোপন রাখা হয়েছে। বায়ার্সের পক্ষে কথা বলার জন্য কোনো আইনজীবী আছে কি না তা স্পষ্ট করা হয়নি।