আইপিএলে ইনজুরি ‘লুকিয়ে’ নিজের দেশের খেলা মিস রশিদ খানের

আইপিএলে ইনজুরি ‘লুকিয়ে’ নিজের দেশের খেলা মিস রশিদ খানের

আফগান স্পিনার রশিদ খান।

আইপিএলের পুরো মৌসুম খেলেছেন রশিদ খান। গুজরাট টাইটান্সের হয়ে ফাইনাল খেলেছেন। দেড় মাসের আসরে ইনজুরিতে পড়েননি তিনি। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন এই লেগ স্পিনার। 

শুক্রবার (২ জুন) লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আফগানরা। কোমরের নিচের অংশের ইনজুরির কারণে ওই সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না আফগানিস্তান ক্রিকেটের সেরা তারকা রশিদ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি) জানিয়েছে, রশিদ খানকে পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হবে। সম্ভব হলে ৭ জুন শেষ ওয়ানডে ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাকে। 

শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ জুন খেলবে সিরিজের একমাত্র টেস্ট। কোমরের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলে টেস্ট সিরিজ মাথায় রেখে শেষ ওয়ানডে ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হতে পারে। 

রশিদ খানের অনুপস্থিতিতে হাসমতুল্লাহ শাহেদির আফগানিস্তানের স্পিন দায়িত্ব সামলাবেন মোহাম্মদ নবী, মুজির উর  ও নুর আহমেদরা। এর মধ্যে তরুণ বাঁহাতি লেগ স্পিনার নুর আহমেদ আইপিএলে দারুণ ক্রিকেট খেলেছেন।