গাড়িবোমা হামলায় আফগান প্রাদেশিক গভর্নর নিহত

গাড়িবোমা হামলায় আফগান প্রাদেশিক গভর্নর নিহত

সংগৃহীত

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। সঙ্গে তার চালকও নিহত হয়েছেন। আহত হয়ছেন অন্তত ছয়জন পথচারী।

মঙ্গলবার (৬ জুন) এ বোমা হামলার ঘটনা ঘটেছে। বাদাখশান প্রদেশের তথ্য কর্মকর্তা মাহজুদ্দিন আহমাদি এসব তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্স জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবানবিরোধী অনেক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এসব গোষ্ঠীর মধ্যে ইসলামিক স্টেট (আইএস) অন্যতম।

২০২১ সালের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে। এর পর থেকে রাজধানী কাবুলসহ দেশটির বিভিন্ন স্থানে অনেক বোমা হামলা হয়েছে। এসব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে আইএস।

সূত্র : রয়টার্স