সোনামসজিদ স্থলবন্দ থেকে ২৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ এলো ১৩৩ ট্রাকে করে

সোনামসজিদ স্থলবন্দ থেকে ২৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ এলো ১৩৩ ট্রাকে করে

সংগৃহিত ছবি।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি শুরুর ২য় দিনে ভারত থেকে পেঁয়াজ এসেছে ২ হাজার ৭৭৭ মেট্রিক টন। মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় স্থলবন্দরের কাস্টমস উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ এতথ্য জানিয়েছেন। এদিকে, পেঁয়াজ আদমানি শুরু হওয়ায় জেলার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম কমেছে প্রায় ৩০ টাকা। 

প্রভাত কুমার সিংহ রাইজিংবিডিকে বলেন, আজ দুপুরের পর থেকে সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের ট্রাক আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ১৩৩টি ট্রাকে মোট দুই হাজার ৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এখন প্রতিদিনই ভারত থেকে পেঁয়াজ আনবেন আমদানিকারকরা। তারা যথাযথ কাগজ পত্র দেখিয়ে ভারতের পেঁয়াজ এই বন্দর দিয়ে আনতে পারবেন।

এদিকে, আমদানি হওয়া ভারতীয় পেঁয়াজের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।  মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এর আগে  প্রতিকেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।  দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারাও।

শরিফুল ইসলাম এসেছিলেন বাড়ির প্রয়োজনের তাগিদে বাজারে পেঁয়াজ কিনতে ।  তিনি বলেন,  কয়েকদিন আগেই বাজার থেকে পেঁয়াজ কিনেছিলাম ৯০ টাকা কেজি দরে। বর্তমানে বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৬০ টাকা দরে। তিনি বর্তমান বাজারে পেঁয়াজের দাম শুনে স্বস্থি পেয়েছেন।