জবিতে অ্যাসাইনমেন্টের নম্বর মিলবে গাছ লাগালে

জবিতে অ্যাসাইনমেন্টের নম্বর মিলবে গাছ লাগালে

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীদের তীব্র তাপদাহ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিভাগটির ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল’ বিষয়টির অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিষয়টির শিক্ষিকা ও বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতার।

শিক্ষার্থীরা জানান, আমাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট হিসেবে আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যে সকলের বাড়িতে কমপক্ষে একটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে ম্যাম। গাছ লাগানোর পরে প্রমাণস্বরূপ ছবি তুলে পাঠালেই মিলবে বিষয়টির অ্যাসাইনমেন্টের উপর প্রাপ্ত নম্বর।

এ বিষয়ে শারমীন আখতার বলেন, কোর্সের সাথে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।