ট্রুকলারে এলো কল রেকর্ড অপশন

ট্রুকলারে এলো কল রেকর্ড অপশন

সংগৃহীত

ট্রুকলার তার জনপ্রিয় অ্যাপে কল রেকর্ড চালু করছে। আইওএস এবং এন্ড্রয়েডে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা এই অপশন ব্যবহার করতে পারবে। অতীতে এই ফিচারটি ট্রু কলারে ছিল। তবে ফিচারটি দ্রুতই সরিয়ে নেওয়া হয়। 

কল রেকর্ড করার পর তা ট্রুকলারেই শোনা যাবে, নাম বদল করা যাবে।  ট্রুকলারের জন্য একটি বড় সমস্যা ছিল আইফোনের সিকিউরিটির মধ্যে এই ফিচার যুক্ত করা।

কারণ আইফোনে কল মার্জ করিয়ে নিতে হয়। ট্রুকলার অবশ্য এখনো বলেনি তারা কল রেকর্ড অপশন চালু করেছে। তবে ফোর্বস জানাচ্ছে এখন ট্রুকলারকে ডিফল্ট ডায়ালিং অ্যাপ করলেই কল রেকর্ড করা যাবে।

আগামী কয়েক সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার উন্মুক্ত হবে।