চাকরির পরীক্ষা দিয়ে ফিরছিলেন যুবক, অজ্ঞান পার্টি কেড়ে নিল প্রাণ

চাকরির পরীক্ষা দিয়ে ফিরছিলেন যুবক, অজ্ঞান পার্টি কেড়ে নিল প্রাণ

সংগৃহীত

ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রিফাতকে উদ্ধার করে নিয়ে আসা লঞ্চের যাত্রী ইসমাইল বলেন, লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে লঞ্চ কর্তৃপক্ষ তাকে মুন্সীগঞ্জ এলাকার একটি ঘাটে নামিয়ে দেয়। সেখান থেকে আমি তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সদর হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আজ সকালে ভোলা থেকে তিনি ঢাকায় এসেছিলেন একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ শেষে রিফাত লঞ্চে করে তার গ্রামের বাড়ি ভোলা ফিরছিলেন। পথে অজ্ঞাত কারো দেওয়া খাবার খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায়। তিনি ওই এলাকার মো. শামসুদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে।